পৃষ্ঠপোষকতা

মানুষের সাথে সম্পৃক্ততা

বাংলাদেশের মানুষ ও গ্রাহকদের সাথে যুক্ত থাকতে গ্রামীণফোন সবসময়ই স্পন্সরশিপ করতে আগ্রহী। বাংলাদেশের সবচেয়ে বড় টেলিকম অপারেটর হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনধারার উন্নয়নে সরাসরি যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি। আর তাই আমাদের স্পন্সরশিপ প্রক্রিয়াটি বাংলাদেশে যুগ যুগ ধরে পালিত হওয়া ঐতিহ্যবাহী সব আয়োজন, যেমন যেখানে হাজারো মানুষের অংশগ্রহণ থাকে তেমন অনুষ্ঠানগুলোর জন্য বরাদ্দ থাকে।
 

আমরা যে ধরণের অনুষ্ঠান স্পন্সর করে থাকি

বছরজুড়ে বিভিন্ন ভালো কাজ কিংবা ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজনে আগ্রহ নিয়ে যুক্ত হই আমরা। যারা এসব অনুষ্ঠান স্থানীয়ভাবে পরিচালনা করছেন তাদের সাথে যুক্ত হয়ে এসব অনুষ্ঠানকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। 
লক্ষ্য করুন- যেসকল ইভেন্টে গ্রামীণফোন ব্র্যান্ডের প্রতিফলন ঘটে, তেমন প্রোগ্রাম স্পন্সর করতে আগ্রহী গ্রামীণফোন। পুরো স্পন্সরশিপ নির্বাচন প্রক্রিয়াটি কয়েকটি বিশেষ ধাপে সম্পন্ন হয়। গ্রামীণফোন প্রতিটি  প্রস্তাব নিজেদের ব্র্যান্ড ভ্যালুর সাথে মিল রয়েছে কিনা তা বোঝার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে। বাংলাদেশের আঞ্চলিক খেলা, সংস্কৃতি ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ গ্রামীণফোন।
 

কিছু নির্দেশনা

স্পন্সরশিপের জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হয়। নির্দেশনা অনুযায়ী পরিপূর্ণ আবেদন প্রক্রিয়া শেষ হলে আবেদন যাচাই করা হয় এবং এরপর ১৫ দিনের মধ্যে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেই। যে সকল আবেদনে প্রাথমিক নিয়মগুলো মানা হয়নি, সেসব আবেদন বাতিল হিসেবে গণ্য করা হয়।
সাধারণত স্পনসরশিপ অনুমোদন প্রক্রিয়াটি দুই মাসের মধ্যে সম্পন্ন হয়। তাই আবেদন করার সময় অন্তত ৬০ দিন হাতে রেখে আবেদন করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আবেদন প্রক্রিয়াতে প্রোগ্রামের সংক্ষিপ্ত বিবরণ, অর্গানাইজিং বডি এবং অর্গানাইজেশনের লেটার হেডসহ সঠিক সময়ের মধ্যে সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র জমা দিতে হবে।
নির্বাচিত স্পন্সরশিপ ইভেন্টগুলোতে কোন অগ্রিম পেমেন্ট করা হয়না এবং কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টেও ফান্ড প্রদান করা হয় না। সফলভাবে ইভেন্ট শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে অর্গানাইজেশনের লেটার হেডসহ বিলের হার্ডকপি প্রদান করার ভিত্তিতে আমাদের পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিলের সাথে ইভেন্টের ছবি এবং ইভেন্ট সম্পর্কিত নিউজ ক্লিপও জমা দেবার জন্য উৎসাহিত করি আমরা।

Apply for Sponsorship

আমরা সাধারণত যেসব ইভেন্টের সাথে সম্পৃক্ত হই না:

  • ব্র্যান্ডের সাথে সম্পর্কিত নয়
  • প্রতিদ্বন্দী ব্র্যান্ডের সাথে দ্বন্দ্ব হতে পারে এমন ইভেন্ট
  • পাঁচজনের বেশি কো-স্পনসর/পার্টনার বেশি হলে
  • কোন স্যুভেনির বা প্রমোশনাল পাবলিকেশন
  • ডোনেশন/ফান্ড রেইজিং/চ্যারিটি
  • রাজনৈতিক/কট্টর ধার্মিক/সংবেদনশীল কোন প্রোগ্রাম
  • কোন শিল্পী/গায়ক/খেলোয়াড়ের একক প্রোগ্রাম
  • শিক্ষার সফর/রক্তদান/পুনর্মিলনী/বনভোজন
  • বার্ষিক সাধারণ সভা/নির্বাচন
  • প্রোগ্রাম মোডালিটির সাথে প্রতিষ্ঠানের অসামঞ্জস্যজনক ইভেন্ট
  • প্রোগ্রাম শুরু হওয়ার ৬০ দিনের কম সময়

অনুসন্ধান:

ইমেইল: sponsorship@grameenphone.com
ফোন: ৯৮৮২৯৯০
ফ্যাক্স: ৯৮৮২৯৭০

 

grameenphone