এলো গ্রামীণফোন ফ্লেক্সি প্ল্যান। এখন, তোমার ইন্টারনেট, 4G-ইন্টারনেট, মিনিট, বায়োস্কোপ, এসএমএস, মিসড কল অ্যালার্ট এবং মেয়াদের চাহিদা অনুযায়ী বানাও তোমার নিজের প্ল্যান আর দারুণ সেভিংস করো!

নিচের তথ্যগুলো জেনে নিনঃ

  • প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য ফ্লেক্সি প্ল্যান প্রযোজ্য।
  • অ্যাপ এখন প্লে স্টোরে (আন্ড্রয়েড ভার্সন) এবং অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে।
  • গ্রাহকগণ শুধু মেয়াদ ক্রয় করতে পারবেন না। মেয়াদ বেছে নেয়ার আগে তাদেরকে ডাটা/মিনিট/এসএমএস থেকে কমপক্ষে একটি আইটেম কিনতে হবে। অপরপক্ষে, আইটেম বেছে নেয়ার পর মেয়াদ বেছে নেয়া বাধ্যতামূলক।
  • বান্ডেল ক্রয় করার জন্য গ্রাহক যে পিন নম্বরটি পাবেন, তা নিজের নিরাপত্তার জন্যই অন্য কারও সাথে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে, কারণ তা প্রতারণামূলক কাজে ব্যবহৃত হতে পারে। ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) অন্য কাউকে ফরোয়ার্ড করলে ফরোয়ার্ডকারীর মোবাইল ব্যালেন্স থেকে চার্জ কাটা যেতে পারে, কারণ প্রতারক অন্য কারও নম্বরকে ‘পেয়ারস’ অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করতে পারে এবং নিজের নম্বরকে ‘গিফট’ অপশনে রিসিপিয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করতে পারে।
  • গ্রাহকগণ ফ্লেক্সিপ্ল্যান অ্যাপ থেকে অন্য কোন গ্রাহককে বান্ডল গিফ্‌ট করতে পারবেন। বান্ডল গিফ্‌টের ক্ষেত্রে যিনি গিফ্‌ট করবেন তার অ্যাকাউন্ট থেকে বান্ডল গিফ্‌টের চার্জ প্রযোজ্য হবে। ফ্লেক্সিপ্ল্যান-এর পোস্টপেইড গ্রাহকগণ দৈনিক সর্বোচ্চ ২৫ টি গিফ্‌ট করতে পারবেন।
  • পছন্দমত উপহার পাচ্ছেন শুধুমাত্র ফ্লেক্সি প্ল্যান অ্যাপ এবং মাই জিপি এর ফ্লেক্সি প্ল্যান অপশন এ।
  • ফ্লেক্সি প্ল্যান অ্যাপ এর জন্য, গ্রাহককে আপডেটেড ভারশন টি প্লে স্টোর থেকে ব্যবহার করতে হবে। 
  • উপহার পেতে অনুগ্রহ করে আপনার নিজস্ব জিপি সিম এবং ইন্টারনেট ব্যবহার করুন।
  • গ্রাহকরা সকল কম্বিনেশন দেখে তাদের বান্ডেল বেছে নিবেন এবং “Agree & Continue” বাটনে ক্লিক করবেন এবং এভাবে তারা নিজেদের প্যাক বেছে নেয়ার জন্য সম্পূর্ণ নিজেরা দায়বদ্ধ থাকবেন।
  • ফ্লেক্সিপ্ল্যান-এর মেয়াদ/ভলিউম রেগুলার প্যাক-এর মেয়াদ/ভলিউম-এর থেকে সম্পূর্ণ আলাদা।
  • ফ্লেক্সিপ্ল্যান-এর এক মেয়াদের (১, ৩, ৭, ১৫, ৩০ দিন) ভলিউমের সাথে অন্য মেয়াদের ভলিউম যোগ হবে না।
  • ক্রয়কৃত প্যাকের মেয়াদ শেষে যদি একজন গ্রাহকের কোনো অবশিষ্ট ভলিউম থাকে, তাহলে তা আর ব্যবহার করা যাবে না; যদি কোনো গ্রাহক মেয়াদ থাকাকালীন পুনরায় প্যাকটি ক্রয় করেন তাহলে অব্যবহৃত ভলিউম ক্রয়কৃত নতুন প্যাকের সাথে যোগ হবে এবং মেয়াদ বাড়ানো হবে
  • গ্রাহক যদি মেয়াদ থাকাকালীন একই প্যাক পুনরায় ক্রয় করেন তবে অব্যবহৃত ভলিউম নতুন ক্রয়কৃত ভলিউমের সাথে যুক্ত হবে
  • বায়োস্কোপ প্যাক ভলিউম শুধুমাত্র বায়োস্কোপ কন্টেন্ট (ফ্রি এবং প্রাইম) দেখার জন্য ব্যবহার করা যাবে।
  • 4G প্যাক ব্যবহারের জন্য গ্রাহককে 4G সিম কার্ড এবং 4G সাপোর্টেড হ্যান্ডসেটসহ 4G কাভারেজ এলাকায় থাকতে হবে।
  • মিসড কল অ্যালার্ট সার্ভিসটি ৩০ দিন মেয়াদে চালু করা যাবে। সকল পোস্টপেইড গ্রাহকগণ বিনামূল্যে সেবাটি উপভোগ করতে পারবেন। অন্য কোন গ্রাহককে মিসড কল অ্যালার্ট সার্ভিসটি গিফ্‌ট করা যাবে না। সার্ভিসটি চালু (অটোরিনিউ সহ/ছাড়া) থাকাকালীন ফ্লেক্সিপ্ল্যান থেকে পুনরায় ক্রয় করা যাবে না। মিসড কল অ্যালার্ট সার্ভিসটি ফ্লেক্সিপ্ল্যান থেকে একটিভ করার পরে অটোরিনিউ চালু করতে ২৬২২২ পোর্টে Y লিখে পাঠিয়ে দিন।
  • ক্রয়কৃত মিনিট এর ক্ষেত্রে ১০ সেকেন্ড পালস্‌ প্রযোজ্য হবে।
  • মেইন অ্যাকাউন্ট/রিচার্জ এর মেয়াদ শেষ হয়ে গেলে, ক্রয়কৃত ভলিউম এর ব্যবহার সাময়িকভাবে স্থগিত থাকবে।
  • ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২১*১*২#
  • এখান থেকে ক্রয় করা এসএমএস জিপি-যেকোনো লোকাল নম্বরে ব্যবহার করা যাবে।
  • ক্রয় করা ফ্লেক্সি প্ল্যান বান্ডেলের জন্য অটো রিনিউয়াল ফিচার প্রযোজ্য নয়।
  • ফ্লেক্সিপ্ল্যান থেকে ক্রয়কৃত মিনিট/টকটাইম- কল ডাইভার্ট/কল ফরোয়ার্ড কল রেট - এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কল ডাইভার্ট/ফরোয়ার্ড সুবিধাটি চালু থাকাকালীন রেগুলার প্রোডাক্ট প্যাকেজ এর কল রেট প্রযোজ্য হবে
  • "যেকোনো নেটওয়ার্ক/লোকাল নম্বর" বলতে দেশের ভেতর যেকোনো নেটওয়ার্কে কল করা বোঝানো হয় (জিপি-জিপি, জিপি-অন্য মোবাইল অপারেটর, জিপি-PSTN ও জিপি-IPTSP) যার মধ্যে কোনো শর্ট কোডে করা কল অন্তর্ভুক্ত নয়।
  • সারচার্জ (এসসি), সম্পূরক শুল্ক (এসডি) এবং ভ্যাট প্রযোজ্য।
  • এই অফারটি Skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়।
  • মোবাইল সংযোগ/সার্ভিস এর সকল শর্তাবলী এখানে প্রযোজ্য হবে।

আরও দেখুন