১৭৫ মিনিট প্যাক
শর্তাবলীঃ
- এই টক টাইম অফারটি পেতে এলিজিবল গ্রাহকদের ঠিক ১০৮ টাকা রিচার্জ অথবা *১২১*৩২৬০# ডায়াল করতে হবে
- গ্রাহক ১৭৫ মিনিট পাবেন (জিপি-যেকোনো লোকাল অপারেটর)
- মিনিটের মেয়াদ থাকবে ক্রয়ের সময় থেকে ৭ দিন পর্যন্ত
- মেয়াদ শেষে যদি একজন গ্রাহকের কোনো অবশিষ্ট মিনিট থাকে, তাহলে তা আর ব্যবহার করা যাবে না; তবে কোনো গ্রাহক মেয়াদ থাকাকালীন পুনরায় মিনিট ক্রয় করলে অব্যবহৃত মিনিট নতুন ক্রয়কৃত মিনিটের সাথে যোগ করে মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে
- অবশিষ্ট ব্যালেন্স চেক করতে গ্রাহককে *১২১*১*২# ডায়াল করতে হবে
- ক্রয়কৃত মিনিট যেকোনো লোকাল অপারেটরের জন্য ব্যবহার করা যেতে পারে
- ‘জিপি-যেকোনো লোকাল অপারেটর’ বলতে কোনো শর্ট কোড কল ব্যতীত শুধুমাত্র ডমেস্টিক নেটওয়ার্ক কল বোঝায় (জিপি-জিপি, জিপি-অন্যান্য মোবাইল অপারেটর, জিপি-পিএসটিএন এবং জিপি-আইপিটিএসপি)
- এই মিনিট কল ডাইভার্ট/কল ফরোয়ার্ড ট্যারিফের ক্ষেত্রে প্রযোজ্য নয়; কল ডাইভার্ট/ফরোয়ার্ড ফিচার কাজ করার সময় রেগুলার প্রডাক্ট প্যাকেজ ট্যারিফ প্রযোজ্য হবে
- মূল্যের সাথে এসডি, ভ্যাট ও সারচার্জ সংযুক্ত
- স্কিটো ইউজারদের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য নয়
- ভয়েস কলের ক্ষেত্রে ১০ সেকেন্ড পাল্স প্রযোজ্য
- প্যাক ক্রয়ের সময় ‘বিকাশ বা কার্ডের মাধ্যমে পেমেন্ট-এর ক্ষেত্রে পূর্বের সাবস্ক্রিপশন ফি বা ইমার্জেন্সি ব্যালেন্স ফি প্যাক বা অফার ক্রয়ের জন্য রিচার্জ করা পরিমাণ থেকে কেটে নেওয়া হবে