প্রোডাক্ট নাম | মূল্য |
ZTE MF937 | ৩,১৯৯ টাকা |
বান্ডেল অফারের বিস্তারিত:
ট্যাগিং অফার:
ফ্রি 3GB ইন্টারনেট+1GB বায়োস্কোপ+1GB সিনেমাটিক+1GB Zee5 ফ্রি সাবস্ক্রিপশনসহ, মেয়াদ ৭ দিন
পারচেজ অফার:
40GB ইন্টারনেট+Hoichoi ফ্রি প্রিমিয়াম পাস+১৫০০ জিপি পয়েন্টস মাত্র ৩৪৯ টাকা, মেয়াদ ৩০ দিন। ৩ মাসে যতবার খুশি নেওয়া যাবে (দিনে একবার)
অফারটি পেতে:
- প্রথমবার ট্যাগিং-এর জন্য পকেট রাউটারটিতে অ্যাকটিভ জিপি নম্বর প্রবেশ করানোর পর রিস্টার্ট দিতে হবে
- অফারটি নিতে ডায়াল করুন *121*1257#
- অফারটি কতবার নেওয়া হয়েছে জানতে CHK 1257 টাইপ করে পাঠিয়ে দিন 25050 নম্বরে (চার্জ ফ্রি)
প্রশ্ন উত্তর:
১। পকেট রাউটারের ভিতরে থাকা সিম না খুলেই যদি আমি অফারটি কিনতে চাই তাহলে আমাকে কি করতে হবে?
UI তে USSD ডায়াল অপশন রয়েছে। যদি পকেট রাউটারটি পিসি’র সাথে কানেক্টেড থাকে তাহলে USSD ডায়াল অপশনের মাধ্যমে অফার পারচেজ কোডটি ডায়াল করে অফারটি ক্রয় করা যাবে।
২। আমি কীভাবে UI-এর অ্যাকসেস পাবো?
উত্তর: পকেট রাউটারটি পিসির সাথে কানেক্ট করার পর URL http://192.168.0.1/ এই লিংকে যেতে হবে। পকেট রাউটারের এর বডিতে পোর্টাল পাসওয়ার্ডটি দেওয়া আছে। এক্ষেত্রে সাধারণত যে পাসওয়ার্ড দেওয়া থাকে তা হলো “admin”।
৩। ফ্রি অফারটি কীভাবে পেতে পারি?
একটি অ্যাকটিভ জিপি সিমের সাথে পকেট রাউটারটি সফলভাবে ট্যাগ করার পরে শুধুমাত্র একবারের জন্যই ফ্রি অফারটি পাবেন। সিম সংযুক্ত করার পর পকেট রাউটারটি রিস্টার্ট দিতে হবে।
৪। কীভাবে বিভিন্ন ভলিউমের ফ্রি অফারগুলো আমার অ্যাকাউন্টে অ্যাড হবে এবং আমি তা কীভাবে চেক করবো?
ফ্রি 3GB ইন্টারনেট, ফ্রি 1GB সিনেমাটিক ও 1GB Zee5 যা একসাথে 5GB দেখানো হবে। সাথে 1GB বায়োস্কোপ ইন্টারনেট আলাদা ভাবে দেখানো হবে। ব্যালেন্স চেক করতে *121*1*2# ডায়াল করুন। এছাড়াও, OTP ব্যবহার করে MyGP অ্যাপে লগইন করা থাকলে অথবা সেকেন্ডারি নম্বর হিসেবে MyGP-তে লিংক্ড করা থাকলে সহজেই ব্যালেন্স চেক করা যাবে।
৫। আমি কীভাবে জিপি পয়েন্টস চেক করবো?
অফার কেনার পর শুধুমাত্র জিপি প্রিপেইড সিমেই জিপি পয়েন্টস পাওয়া যাবে। অফার কেনার পূর্বে জিপি পয়েন্টেস-এর জন্য MyGP অ্যাপে জিপি নম্বরটি নিবন্ধিত হতে হবে। OTP ব্যবহার করে MyGP অ্যাপে লগইন করা থাকলে অথবা সেকেন্ডারি নম্বর হিসেবে MyGP-তে লিংক্ড করা থাকলে MyGP থেকে পয়েন্টস চেক এবং খরচ করা যাবে।
৬। ফ্রি অফারটি আমি কতবার নিতে পারবো?
একটি অ্যাকটিভ জিপি সিমের সাথে পকেট রাউটারটি সংযুক্ত করার পর শুধুমাত্র একবারের জন্যই ফ্রি অফারটি নেওয়া যাবে। সিম সংযুক্ত করার পর পকেট রাউটারটি রিস্টার্ট অথবা প্লাগ ইন/প্লাগ আউট করতে হবে।
৭। অফারটি আমি কতবার কিনতে পারবো?
ভ্যালিড ট্যাগিং-এর পর ৯০ দিন পর্যন্ত অফারটি যতবার ইচ্ছা ততবার নেওয়া যাবে। কিন্তু প্রতিদিন সর্বোচ্চ একবারের বেশি অফারটি নেওয়া যাবে না। পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত অফারটি সচল থাকবে।
৮। আমি কী বায়োস্কোপ, Zee5, সিনেমাটিক, Hoichoi-এর প্রিমিয়াম কন্টেন্টগুলো দেখতে পারবো? নাকি শুধুই ফ্রি কন্টেন্টগুলো দেখতে পাবো?
ফ্রি ট্যাগিং-এ সকল প্রিমিয়াম কন্টেন্ট/বায়োস্কোপ-এর লাইভ টিভি, Zee5 এবং সিনেমাটিক দেখা যাবে। Hoichoi-এর ফ্রি প্রিমিয়াম পাসের জন্য পারচেজ অফারটি নিতে হবে।
৯। কোন পোর্টালের জন্য আমার প্রিমিয়াম পাস/সাবস্ক্রিপশন গ্রহণযোগ্য হবে?
মাইজিপি | প্ল্যাটফর্মের নিজস্ব অ্যাপ | ওয়েব | |
বায়োস্কোপ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
সিনেমাটিক | হ্যাঁ | হ্যাঁ | না |
Zee5 | হ্যাঁ | না | না |
HoiChoi | না | হ্যাঁ | হ্যাঁ |
১০। আমি কি Zee5 অ্যাপ থেকে Zee5 প্রিমিয়াম কন্টেন্টগুলো দেখতে পারবো?
দুঃখিত, Zee5 প্রিমিয়াম কন্টেন্টগুলো শুধুমাত্র মাইজিপি অ্যাপ-এর Zee5 সেকশন থেকেই দেখা যাবে।
১১। আমি কীভাবে HoiChoi-এর প্রিমিয়াম কন্টেন্টগুলোর অ্যাকসেস পাবো?
অফার কেনার পর HoiChoi সাইট/অ্যাপ-এ যান>অ্যাকাউন্ট তৈরি করতে ইমেইল আইডি ও মোবাইল নম্বর প্রদান করুন>OTP নম্বর দিন>জিপি লোগো চিহ্নিত বাটনটির continue subscription -এ ক্লিক করুন>সাবস্ক্রাইব করতে continue সিলেক্ট করুন>সাবস্ক্রিপশন সম্পন্ন করতে checkout সিলেক্ট করুন।
শর্তাবলী:
- কি-ওয়ার্ডগুলো কেইস সেনসেটিভ নয়
- অফার শুধুমাত্র নির্দিষ্ট মডেলের জন্য প্রযোজ্য
- ক্যাম্পেইনটি গ্রামীণফোন-এর সকল নতুন ও বর্তমান প্রিপেইড এবং পোস্টপেইড প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য
- এই অফারটি Skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়
- প্রথমবার ট্যাগিংসহ ফ্রি অফারের জন্য, GP MSISDN সংযুক্ত করার পরে গ্রাহককে পকেট রাউটারটি রিস্টার্ট অথবা প্লাগ ইন, প্লাগ আউট করতে হবে
- ভ্যালিড ট্যাগিং-এর পরে, ক্যাম্পেইন পারচেজ অফার পেতে গ্রাহককে পারচেজ করার প্রক্রিয়া অনুসরণ করতে হবে
- নিষ্ক্রিয় অথবা নতুন সিমকার্ডের ক্ষেত্রে, নম্বরটি অ্যাকটিভ করুন এবং ভ্যালিড ট্যাগিং-এর জন্য নতুন ক্রয় করা পকেট রাউটারে অ্যাকটিভ করা নম্বরটি সংযুক্ত করুন
- ট্যাগিং ভ্যালিড ২ মাসের জন্য, তবে কোনো গ্রাহক যদি ৫৯তম দিনে ট্যাগ হয়ে থাকেন তাহলেও তিনি পরবর্তী মাস থেকে অফার মডালিটি অনুযায়ী সুবিধা উপভোগ করতে পারবেন
- একই গ্রাহকের একাধিক ট্যাগিং-এর ক্ষেত্রে প্রথম ভ্যালিড ট্যাগিং বৈধ হিসেবে বিবেচিত হবে এবং অফারের সুবিধা প্রদান করা হবে
- 4G সেবা ব্যবহার করার জন্য গ্রাহকদের অবশ্যই 4G এনেবল্ড সিম, 4G হ্যান্ডসেট এবং 4G নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে থাকতে হবে
- ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *121*1*2#.
- মেয়াদ শেষ হলে প্রত্যেক ইন্টারনেট প্যাক (ভলিউম ও ভ্যালিডিটি) সর্বোচ্চ PayGo রেট ৬.০৮৭৫ টাকা (ভ্যাট, এসডি এবং এসসি-সহ) কাটা হবে
- ইন্টারনেট প্যাকেজ বাতিল করতে ডায়াল করুন *121*3041#.
- ক্যাম্পেইন প্যাক থেকে কেনা ইন্টারনেট ভলিউম রেগুলার ইন্টারনেট প্যাক থেকে কেনা ইন্টারনেট ভলিউমের পূর্বে ব্যবহৃত হবে
- এই বান্ডেল অফারটি শুধুমাত্র পকেট রাউটার বিক্রেতা/অনুমোদিত পরিবেশক দ্বারা যাচাইকৃত পকেট রাউটারগুলোর জন্য প্রযোজ্য। পকেট রাউটারের অথেন্টিসিটি নিয়ে কোনো প্রশ্ন উঠলে পকেট রাউটার বিক্রেতা/অথোরাইজ্ড ডিস্ট্রিবিউটর–এর দায় বহন করবেন
- এই ক্যাম্পেইন পকেট রাউটারের ক্ষেত্রে পরবর্তীতে সেল্ফ সার্ভিস পেতে গ্রাহককে সংশ্লিষ্ট পকেট রাউটারের সার্ভিস সেন্টারে যেতে হবে
- পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত অফারটি চলতে থাকবে
- বিস্তারিত জানতে ভিজিট করুন: www.grameenphone.com