টেক্সট অনলি ফেসবুক অফারের মাধ্যমে গ্রামীণফোন-এর গ্রাহকরা সহজেই কানেক্টেড থাকতে পারবেন সবসময়। ডাটা শেষ হয়ে গেলেও টেক্সট অনলি ফেসবুকের মাধ্যমে টেক্সট বেজড ইনফরমেশন পাওয়া যাবে। গ্রাহকরা সার্ভিসটি থেকে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক টেক্সট বেজড ইনফরমেশন, যেমন শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেইজ বা কোভিড ইনফরমেশন সেন্টার পেইজে যেতে পারবেন। বর্তমানে শিক্ষার্থীরা SSC ও HSC পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেইজ ব্যবহার করছেন। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরাও অফারটির মাধ্যমে কানেক্টেড থাকতে পারবেন। তবে ছবি এবং ভিডিও দেখার জন্য গ্রাহককে গ্রামীণফোন-এর ডাটা প্যাক কিনতে হবে।

ডিসকভার:

‘ডিসকভার’ হচ্ছে একটি মোবাইল অ্যাপ এবং ওয়েব ব্রাউজার। এর মাধ্যমে গ্রাহক কোনো চার্জ ছাড়াই ইন্টারনেটে প্রতিদিন ১৫ এমবি পর্যন্ত এবং মাসে ১৫০ এমবি পর্যন্ত টেক্সট ব্রাউজ করতে পারবেন। তবে গ্রামীণফোন গ্রাহকরা ডাটা কিনে ইন্টারনেটে ছবি এবং ভিডিও দেখতে পারবেন।

ইন্টারনেটে কম কানেক্টেড থাকা মানুষেরা ডিসকভার-এর মাধ্যমে সবসময় কানেক্টেড থাকতে পারবেন।

কোভিড লকডাউনে মানুষের চলাফেরা সীমিত হয়ে যাওয়ায় নিয়মিত মোবাইল রিচার্জ করা কঠিন হয়ে যায়। তাই স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য প্রয়োজনীয় সরকারি গুরুত্বপূর্ণ তথ্য সবার কাছে পৌঁছানোর জন্য অফারটি খুবই জরুরি। এছাড়া, শিক্ষার্থীরা এর সাহায্যে জাতীয় পরীক্ষার প্রস্তুতি, স্কুল নোটিশসহ অন্যান্য টেক্সট ভিত্তিক ইনফরমেশন পাবে।

‘ডিসকভার’ এবং টেক্সট অনলি ফেসবুক গ্রাহকদের শিক্ষা সংক্রান্ত কাজ, স্বাস্থ্য তথ্য বা বিভিন্ন কাজের সাথে কানেক্টেড রাখার জন্য সার্ভিসটি বেশ সুবিধাজনক। ডিজিটাল সংযোগহীন গ্রাহকদেরকে এই সার্ভিসের আওতায় এনে সরকারের ডিজিটাল কানেক্টিভিটিকে সাহায্য করতে পারবো বলে আশা রাখি। বাংলাদেশ সরকারের সবার জন্য সাশ্রয়ী সংযোগ লক্ষ্য বাস্তবায়নে এই সেবা ভূমিকা রাখবে। এটি একটি স্থায়ী অফার এবং টেবিল এ বাকি অফারগুলো বিস্তারিতভাবে দেওয়া আছে।

 

বিস্তারিত অফার সামারি:

অফারের নাম অফার সামারি
ডিসকভার মোবাইল অ্যাপ ও ওয়েব ব্রাউজারটির মাধ্যমে গ্রাহক কোনো চার্জ ছাড়াই ইন্টারনেটে প্রতিদিন ১৫ এমবি পর্যন্ত এবং মাসে ১৫০ এমবি পর্যন্ত টেক্সট ব্রাউজ করতে পারবেন।
টেক্সট অনলি ফেসবুক এবং মেসেঞ্জার নতুন এবং বর্তমান গ্রাহকরা ডাটা শেষ হয়ে গেলে কোনো চার্জ ছাড়াই টেক্সট ফরম্যাটে ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন।

 

টেক্সট অনলি ফেসবুক এবং মেসেঞ্জার এর শর্তাবলী:

  • ডাটা শেষ হয়ে গেলে টেক্সট অনলি ব্রাউজিং অপশনটি ব্যবহার করা যাবে। ডাটা প্যাক চালু করলে এবং ডাটা ব্যালেন্স থাকলে অ্যাপের নিয়মিত ফিচারগুলো পাওয়া যাবে।
  • টেক্সট অনলি ব্রাউজিংয়ে ফেসবুক অ্যাপ এবং মেসেঞ্জারে কোনো ছবি, ভিডিও বা অন্যান্য মিডিয়া কন্টেন্ট পাওয়া যাবে না। কোনো কন্টেন্ট দেখতে না পেলে, ডাটা প্যাকেজ চালু করতে হবে।
  • মেসেঞ্জারের ক্ষ্রেত্রে, টেক্সট অনলি মোডে ইমোটিকনস পাওয়া যাবে। অন্যান্য কাস্টমাইজড স্টিকার, GIFs, অ্যানিমেশন ইত্যাদিকে রেগুলার কন্টেন্ট হিসেবে ধরা হবে এবং এগুলি টেক্সট অনলি মোডে পাওয়া যাবে না।
  • টেক্সট অনলি মোডে ছবি আপলোড করলেও কন্টেন্টটি দেখা যাবে না।
  • অফারটি অ্যান্ড্রয়েড অ্যাপ এবং সাফারিসহ যেকোনো মোবাইল ব্রাউজারের জন্য প্রযোজ্য।
  • অফারটি সব জিপি প্রিপেইড এবং পোস্টপেইড নম্বরের জন্য প্রযোজ্য।

 

ডিসকভার এর শর্তাবলী:

  • ডিসকভার অ্যাপ ডাউনলোড করে অথবা 0.discoverapp.com-এ গিয়ে জিপি গ্রাহকরা অফারটি গ্রহণ করতে পারবেন।
  • ডিসকভার অ্যাপ বা মোবাইল ওয়েবে প্রতিদিন ১৫ এমবি পর্যন্ত এবং মাসে ১৫০ এমবি পর্যন্ত ফ্রি ব্রাউজিং করা যাবে। দৈনিক বা মাসিক ব্যবহারের লিমিট ক্রস করলে এবং ডাটা ব্যালেন্স না থাকলে, ডাটা প্যাক না কেনা পর্যন্ত কোনো ওয়েবসাইটে ঢুকতে পারবে না।
  • ডিসকভার শুধু মাত্র কম ব্যান্ডউইথের ট্রাফিক সাপোর্ট করে। তাই ডাটা ব্যালেন্স শেষ হয়ে গেলে ডিসকভার ভিডিও, অডিও, স্ট্রিমিং, ফাইল ট্রান্সফার অথবা যেকোনো ধরনের ডাটা ইন্টেনসিভ ট্রাফিক সাপোর্ট করবে না। এই কন্টেন্টগুলো দেখার জন্য গ্রাহককে গ্রামীণফোন থেকে ডাটা প্যাক কিনতে হবে।
  • শর্তাবলী অনুযায়ী অফারটি জিপির সব গ্রাহকের জন্য প্রযোজ্য।